দাওয়াত ছাড়াই বিয়ে বাড়িতে হাজির পুলিশ!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৬ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক এবং থানার ওসি একেএম মিজানুল হকের হস্তক্ষেপে বন্ধ হয়েছে বাল্যবিয়ে। রোববার বিকেলে উপজেলার ঈশ্বরপুর গ্রামে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।

বাহাদুরসাদী ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আনিছুর রহমান দুলাল জানান, ঈশ্বরপুর গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীর বিয়ে ছিল ওইদিন। মেয়েটি স্থানীয় খলাপাড়া দাখিল মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও এবং ওসির নির্দেশে বিয়ে বাড়িতে হাজির হন কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাদ পারভেজ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বর-কনের অভিভাবক পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয় এবং পুলিশ বিয়ে বন্ধ করে দেয়। প্রাপ্তবয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার শর্তে দুই পক্ষের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

আব্দুর রহমান আরমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।