প্রবাসীকে হত্যা, স্ত্রী-ছেলেসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে ২০১৬ সালে প্রবাসী স্বামীকে হত্যা করে মরদেহ গুম করার অপরাধে স্ত্রী রেহানা আক্তার, ছেলে মো. হান্নান ও স্ত্রীর প্রেমিক নিহতের চাচাতো ভাই মো. মোহনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার করে টাকা করে জরিমানার আদেশও দেয়া হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার তালুয়া চাঁদপুর গ্রামের আব্দুল জাহের একজন প্রবাসী ছিলেন। বিদেশে থাকার সুবাধে স্ত্রী রেহানা আক্তার প্রবাসীর চাচাতো ভাই মো. মোহনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিদেশ থেকে পাঠানো অর্থ আত্মসাৎ করেন। জাহের বাড়ি আসার পর ঘটনাটি জানতে পারলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীর নির্দেশে ছেলে হান্নান ও স্ত্রীর প্রেমিক মোহন প্রবাসী আব্দুল জাহেরকে হত্যা করে বাড়ির পাশের একটি খালে ফেলে দেয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে স্ত্রী, ছেলে ও স্ত্রীর প্রেমিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। পরবর্তীতে ২৪ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল তিনজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, রায়ের সময় প্রত্যেক আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।