রাজবাড়ীতে ইতালিফেরত বাবা-ছেলে কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১০ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইতালিফেরত বাবা (৪৫) ও ছেলেকে (২২) হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম।

তিনি বলেন, গত ২ মার্চ উপজেলার জঙ্গল ইউনিয়নের বাসিন্দা ইতালিপ্রবাসী বাবা-ছেলে বাংলাদেশে আসেন। দেশের আসার সময় ইতালি, দুবাই ও বাংলাদেশে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ওই সময় তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। তবে তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা জানতে পেরেছি করোনাভাইরাস ১৪ দিনে প্রকাশ পায়। এজন্য মন্ত্রণালয়ের নির্দেশে ইউনিয়ন চেয়ারম্যানদের বিদেশফেরত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করতে বলা হয়।

ইউএনও হেদায়েতুল ইসলাম আরও বলেন, তাদের তথ্য অনুযায়ী সোমবার (০৯ মার্চ) রাত থেকে নিজ বাড়িতেই ইতালিফেরত বাবা-ছেলেকে গ্রাম পুলিশের পাহারায় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্থানীয়দের সচেতন করা হয়েছে। যেহেতু তারা দেশে এসেছেন এক সপ্তাহ হয়েছে। তাই আরও এক সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় নিয়মিত টহল পুলিশ থাকবে তাদের পাহারায়। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ তাদের মধ্যে করোনার লক্ষণ দেখা যায়নি।

হেদায়েতুল ইসলাম বলেন, ইতালিফেরত বাবা-ছেলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবে। প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। ১৪ দিন পর তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, বালিয়াকান্দিতে ইতালিফেরত দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ নেই। তারা সম্পূর্ণ সুস্থ। সতর্কতার জন্য তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়নি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি ভাইরাসজনিত রোগ। এর চিকিৎসাও খুব জটিল নয়। অধিকাংশ রোগী সুস্থ হয়ে যায়।

রুবেলুর রহমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।