শিশু ধর্ষণ মামলায় বাবাসহ বাড়ির মালিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:২৬ এএম, ১৮ মার্চ ২০২০
ফাইল ছবি

যশোর শহরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

আটক নজরুল ইসলাম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আব্দুল খালি গ্রামের কালাম শেখের ছেলে। তিনি যশোর শহরের খড়কি বামনপাড়ার জাহিদ হাসান অনুর বাড়ির ভাড়াটিয়া। অপর আটক হলেন বাড়ির মালির জাহিদ হাসান অনু।

ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, তার আগে বিয়ে হয়েছিল। সেই ঘরে একটি মেয়ে জন্মের পর স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। পরে আসামি নজরুল ইসলামের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। মেয়েটিকে নিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গে যশোর শহরের খড়কি বামনপাড়ার জাহিদ হাসান অনুর বাড়িতে ভাড়া থাকেন। তিনি বিভিন্ন বাসায় ঝি এর কাজ করেন।

১৫ মার্চ সকাল ৮টার দিকে বাসাবাড়িতে কাজ করতে যান। তার স্বামী ও মেয়েটি বাড়িতে ছিল। দুপুর ১২টার দিকে ফিরে বাসায় আসলে তাকে দেখেই মেয়েটি কান্নাকাটি শুরু করে। এ সময় নজরুল বাসা থেকে পালিয়ে যায়। ঘটনাটি নিয়ে বাড়ির মালিক জাহিদ হাসান অনু কাউকে জানানো অথবা বাড়াবাড়ি করতে নিষেধ করেন। পাশাপাশি নজরুলের সঙ্গে আলোচনা করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

পরদিন ১৬ মার্চ রাতে মেয়েটি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে রাতেই বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশের সহায়তায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থানায় এজাহার দেয়া হলে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে থানা পুলিশ। ওই রাতেই পুলিশ নজরুল ইসলাম ও বাড়ির মালিক অনুকে আটক করে।

মিলন রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।