গণজমায়েত রোধে কক্সবাজারে টহল দিচ্ছে সেনাবাহিনী
করোনা সংক্রমণ রোধে জনসমাগম নিয়ন্ত্রণে কক্সবাজারে মাঠে নেমেছে সেনা ও নৌবাহিনী। বুধবার দুপুর ১টা থেকে জেলার পাঁচ উপজেলায় সেনাবাহিনীর নয়টি দল ও তিন উপজেলায় নৌবাহিনীর পাঁচটি দল টহলে নেমেছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন বলেন, করোনা সংক্রমণ প্রতিহতে জনসমাগম নিয়ন্ত্রণে কক্সবাজার সদর, রামু, উখিয়া, পেকুয়া ও চকরিয়ায় টহলে নেমেছে সেনাবাহিনী। উপকূলীয় উপজেলা কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফে টহলে নেমেছে নৌবাহিনী।
তিনি বলেন, করোনা রোধে হার্ডলাইনে রয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ দিয়ে সাধারণ মানুষকে নিরাপদ রাখার প্রচেষ্টায় ইতোমধ্যে অনেক উদ্যোগ নেয়া হয়েছে। এরপরও জনসমাগম কিছু কিছু এলাকায় হচ্ছে বলে খবর আসে। এসব নিয়ন্ত্রণে সেনা ও নৌবাহিনী নামানো হয়েছে। টহলরত সেনা ও নৌবাহিনী গণজমায়েত রোধ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবে।
জেলা প্রশাসক আরও বলেন, করোনার বিস্তার রোধে সতর্ক থাকতে হবে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হবেন না। দরিদ্র পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার-দাবার বাড়ি পৌঁছে দেয়ার চেষ্টা চলছে।
সায়ীদ আলমগীর/এএম/এমকএইচ