নিষেধাজ্ঞা ভেঙে মেয়ের বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৭ মার্চ ২০২০

নেত্রকোনার কলমাকান্দায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিয়ে বাড়িতে গণজমায়েত সৃষ্টির মাধ্যমে করোনার সংক্রমণ ঝুঁকি বৃদ্ধির দায়ে উপজেলার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামের মো. আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোননাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে গণজমায়েত বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু শুক্রবার সরকারি ওই নির্দেশ উপেক্ষা করে উপজেলার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামের মো. আবুল হোসেন তার মেয়ের বিয়ের আয়োজন করেছেন বলে উপজেলা প্রশাসনের কাছে খবর আসে।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা ওই বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। পরে সরকারের আদেশ অমান্য করে শতশত লোক জমায়েত করার দায়ে মো. আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কামাল হোসাইন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।