নেত্রকোনায় পিপিই বিতরণ করলেন আ.লীগ নেতা দীপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১২:৪৫ এএম, ৩১ মার্চ ২০২০

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নেতা ড. দীপায়ন সরকার দীপ সোমবার নিজ উদ্যোগে এক হাজার পিস পিপিই বিতরণ করেছেন। মঙ্গলবার ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল ও তেল বিতরণ করা হবে বলে তিনি জানান।

jagonews24

ড. দীপায়ন সরকার দীপ জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা সিভিল সার্জন কার্যালয়, জেলা প্রেসক্লাবসহ দশটি উপজেলা হাসপাতালে এক হাজার পিপিই, ১০ হাজার হ্যান্ড গ্লাভস, মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

jagonews24

তিনি আরও জানান, দেশের এ দুর্যোগ মুহূর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উচিত।

jagonews24

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল জানান, দীপের মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উচিত। নেতাকর্মীদের এখনও দরিদ্রদের পাশের দাঁড়াতে দেখা যাচ্ছে না। সাধারণ মানুষকে সেবার এমন সুযোগ নেতাকর্মীরা আর পাবে না।

কামাল হোসাইন/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।