অসহায় ৪০০ পরিবারের পাশে একদল তরুণ
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। এসব কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে নেত্রকোনা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের একদল তরুণ। নিজেরা অর্থ দিয়ে এবং তহবিল সংগ্রহ করে এলাকার ভিক্ষুক, দিনমজুর, বৃদ্ধ ও সুবিধাবঞ্চিত খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
‘দক্ষিণ বিশিউড়া সেবা সংস্থার’ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এক লাখ আট হাজার ২৭৭ টাকার বাজেটে তারা ৪০০ হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে। এ কার্যক্রম পরিচালনার জন্য দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ২২টি গ্রামে টিম লিডার গঠন করা হয়েছে। তারা রাতে সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।
সংগঠনের উদ্যোক্তা শেখ সারোয়ার হোসেন জনি বলেন, করোনা এই পরিস্থিতিতে এলাকার তরুণ সমাজকে নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সকলের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে এভাবে অসহায় মানুষদের পাশে থাকতে চাই।
সংগঠনের আরেক উদ্যোক্তা মাসুদুল করিম মাসুদ বলেন, সরকার থেকে যে ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আমরা কয়েকজন যুবক সংগঠনের ব্যানারে ৪০০ জনকে সহযোগিতা দিয়েছি। মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিয়েছি। এভাবে প্রতিটি ইউনিয়নে তরুণরা এগিয়ে এলে মানুষের খুব উপকারে আসবে।
কামাল হোসাইন/আরএআর/এমএস