নেত্রকোনায় এনজিও ও পোশাককর্মী করোনায় আক্রান্ত
নেত্রকোনায় আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন এনজিওকর্মী (৪০)। অপরজন পোশাককর্মী (২২)।
রোববার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় তাদের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। এ নিয়ে মোট চারজন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুজনের বাড়ি সদর উপজেলায়।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, নেত্রকোনায় নতুন করে আরও দুজন আক্রান্ত হয়েছেন। লক্ষ্মীপুর গ্রামের ওই নারী গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। আর লক্ষ্মীগঞ্জের ওই ব্যক্তি নরসিংদী জেলায় নরসিংদী মানবিক সাহায্য সংস্থা নামে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। কয়েকদিন আগে তারা নিজ এলাকায় এসেছেন। আমরা করোনা আক্রান্তের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাম দুটি লকডাউন করে দিয়েছি।
কামাল হোসাইন/এমএএস/এমকেএইচ