করোনার সংক্রমণ প্রতিরোধে নেত্রকোনা লকডাউন ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৩ এপ্রিল ২০২০

নেত্রকোনায় চারজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সোমবার ( ১৩ এপ্রিল) দুপুর থেকে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১০ এপ্রিল প্রথমে দুজন ও ১২ এপ্রিল আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর জেলার জনসাধারণকে সতর্ক করে দেয়া হয়। পরে জনসাধারণের অবাধ চলাচল কমাতে এবং করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোমবার দুপুর থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

জেলা প্রশাসক জানান, লকডাউনের সময়ে সবাইকে স্ব-স্ব ঘরে অবস্থান করতে হবে। এই সময়ে কেউ জেলায় প্রবেশ কিংবা বাইরে যেতে পারবে না। করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সরকারের গৃহীত নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান তিনি।

কামাল হোসাইন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।