ভ্যানভর্তি সবজি নিয়ে দ্বারে দ্বারে হিমালয় ফাউন্ডেশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৪ এপ্রিল ২০২০

করোনা প্রাদুর্ভাবে যখন প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নাগরিকদের এক রকম বন্ধ হয়ে গেছে তখন ভিন্ন চিন্তা নিয়ে এগিয়ে এসেছেন হিমালয় ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান। অসহায় কর্মহীন মানুষের মাঝে একদিকে যেমন ত্রাণ বিতরণ করছেন অন্যদিকে যারা বাড়ি থেকে বের হতে পারছেন না তাদের জন্য ভ্যানভরে সবজি নিয়ে ঘুরছেন হিমালয় ফাউন্ডেশনের কর্মীরা। করোনায় কর্মহীনদের মাঝে ভ্যানে করে হরেক রকমের সবজি বাড়ি বাড়ি বিনামূল্যে পৌঁছে দিচ্ছে সংগঠনটি।

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পৌর শহর ও প্রত্যেকটি ইউনিয়নে ৪টি ভ্যানগাড়ি ভর্তি কাঁচাবাজার নিয়ে অসহায়-কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন হিমালয় গ্রুপের কর্মী-সমর্থকরা।

সোমবার সরেজমিনে গিয়ে জানা যায়, জেলার কেন্দুয়া উপজেলায় ৪টি ভ্যানগাড়িতে লাউ, মিষ্টি কুমড়া, শাক, আলু, পেঁপে, বেগুন, টমেটোসহ বাহারি পদের শাকসবজি রয়েছে। তবে এগুলো বিক্রির জন্য নয়, করোনা প্রাদুর্ভাবে লকডাউনের কারণে যেসব সাধারণ মানুষ বাজারে যেতে পারেন না, তাদের জন্য বিনামূল্যে বিতরণের জন্য। এই আয়োজন আগামী ৭ দিন পর্যন্ত চলবে।

Himaloy-(2).jpg

হিমালয় ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, করোনার প্রাদুর্ভাবে অসহায়-কর্মহীনদের ৭ দিন ব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে। আর কেবল কাঁচাবাজারই নয়, সময়ে সময়ে চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও বিতরণ করে যাচ্ছি।

উল্লেখ্য, এর আগে প্রতিদিন কেন্দুয়া উপজেলায় মাস্ক বিতরণ, নিজে ও কর্মীদের দিয়ে বাসায় বাসায় জীবাণুনাশক স্প্রেসহ বেশকিছু জনকল্যাণমুখী কাজ করে প্রশংসিত হয়েছেন হিমালয় ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

কামাল হোসাইন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।