নেত্রকোনায় শিশুসহ আরও তিনজন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:২০ এএম, ১৬ এপ্রিল ২০২০

নেত্রকোনায় নতুন করে শিশুসহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত নেত্রকোনা জেলায় মোট ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

নতুন করে আক্রান্তরা হচ্ছে- নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ৫ বছরের এক কন্যা শিশু, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের কোনিয়াহাটি গ্রামের ২৭ বছর বয়সের এক পুরুষ এবং খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামের ৪৫ বছরের এক নারী।

নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম খান জানান, বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।

এ নিয়ে গত ছয়দিনের ব্যবধানে জেলায় মোট ১৬ জন করোনায়য় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১১ জন পোশাককর্মী, এক শিশু, তিন নার্স ও ও এক এনজিওকর্মী রয়েছেন।

কামাল হোসাইন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।