করোনার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় মশক নিধন কার্যক্রম শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে শহরের পাইকপাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র নায়ার কবির।
এখন থেকে প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে পৌরসভার নাগরিকদের সচেতনতার পাশাপাশি মশক নিধন কার্যক্রমও চালাবে পৌরসভা কর্তৃপক্ষ। এছাড়াও পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন সড়কে গাড়িতে করে জীবাণুনাশক ছেটানো হচ্ছে।
মেয়র নায়ার কবির বলেন, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটেখাওয়া মানুষজন ও হতদরিদ্রদের জন্য ত্রাণ বিতরণের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে পৌরসভা। করোনভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি মশক নিধন কার্যক্রমও চলবে।
এ সময় মেয়রের সঙ্গে পৌরসভার কাউন্সিলর মিজান আনসারী, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাদা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক মোশাররফ হোসেন বেলাল ও পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া অপু উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এফএ/এমকেএইচ