চিকিৎসক মায়ের পর ছেলেরও করোনাভাইরাস পজিটিভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৫ এপ্রিল ২০২০

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্তের পর তার ছেলেসহ আরও চারজন আক্রান্ত হয়েছেন।

অন্য তিনজন হলেন- ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট, ভারতফেরত এক যাত্রী ও শার্শার দক্ষিণ সীমান্তবর্তী গ্রামের এক বাসিন্দা। এ খবরে গোটা শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় এই চারজনের পজিটিভ আসে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আর একজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী বলেন, নতুন চারজনের মধ্যে একজন হলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট। আরেকজন ভারত থেকে এসে এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন। আরেকজন শার্শার দক্ষিণ সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের বাসিন্দা। এছাড়া এই হাসপাতালের আক্রান্ত এক নারী চিকিৎকের ছেলেও আক্রান্ত হয়েছে।

এর আগে যশোরের শার্শায় গত ২২ এপ্রিল এক নারী চিকিৎসকের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট পাঁচজন করোনায় আক্রান্ত হলেন।

জামাল হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।