ঝিকরগাছায় স্বাস্থ্যকর্মীসহ আরও চারজন করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ১০:৩২ পিএম, ০৫ মে ২০২০

যশোরের ঝিকরগাছায় আরও চারজনের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে। এদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট ও একজন আয়া রয়েছেন।

এছাড়াও কমপ্লেক্সের ফটকের সামনের এক পান দোকানদারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৮ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. হাবিবুর রহমান সন্ধ্যায় জানিয়েছেন, মঙ্গলবারের রির্পোটে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান ও হসপিটাল গেটের সামনের পান দোকানদারের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে।

এর আগে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক মেডিকেল টেকনোলজিস্টসহ (এমটিইপিআই) চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাশিদুল আলম জানিয়েছেন, আক্রান্তরা সকলে সুস্থ আছেন। করোনা শনাক্তের পর তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

মো. জামাল হোসেন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।