শার্শায় ৭৮০টি পরিবারে যুবলীগ নেতার খাদ্যসামগ্রী বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৭ মে ২০২০

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মোস্তফা অসহায় কর্মহীন ৭৮০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নির্দেশনায় ডিহি ইউনিয়নের মেসার্স রাসেল ট্রেডাস থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, যুগ্মসাধারণ সম্পাদক খোরশেদ মিলন, সাংগঠনিক সম্পাদক আলামিন রুবেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামাল হোসেন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।