করোনাভাইরাস : বগুড়া কারাগার থেকে ৮৮ বন্দির মুক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:২৫ পিএম, ০৮ মে ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বগুড়া কারাগার থেকে ৮৮ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। সরকারি সিদ্ধান্তে শুক্রবার বিকেলে তাদের মুক্তি দেয়া হয়।

বগুড়া জেল সুপারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে প্রথম দফায় বগুড়া কারাগার থেকে আরও ১১ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৯৯ জন বন্দিকে মুক্তি দেয়া হলো।

বগুড়া কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তি দেয়া হয়েছে। যাদের মুক্তি দেয়া হয়েছে তারা সবাই লঘুদণ্ডে দণ্ডিত। শূন্য থেকে তিন মাস, আবার তিন মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত যারা সাজাপ্রাপ্ত কয়েদি তাদের মুক্তি দেয়া হয়েছে।

কারাগার সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে দেশের কারাগারগুলোতে চাপ কমাতে কয়েকটি ধাপে মোট ২ হাজার ৮৮৪ জনকে মুক্তি দেয়া হচ্ছে। শুধু বগুড়ায় নয়, সারা দেশেই তালিকাভুক্ত কারা বন্দিদের মুক্তি দেয়া শুরু হয়েছে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।