নার্স আক্রান্ত, বগুড়া বক্ষব্যাধি হাসপাতালের ২৪ জনের নমুনা সংগ্রহ
বগুড়া বক্ষব্যাধি হাসপাতালের একজন নার্সের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ওই হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাধীন রোগীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই হাসপাতালের দুই চিকিৎসক, ৯ নার্সসহ ১৮ জন কর্মচারী এবং ভর্তি থাকা ছয় রোগীর নমুনা সংগ্রহ করে শুক্রবার (৮ মে) পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে এ পাঠানো হয়েছে।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শহরের নিশিন্দারা উপশহর এলাকায় অবস্থিত ২০ শয্যার বক্ষব্যাধি হাসপাতালের একজন নার্সের করোনা পজিটিভ ধরা পড়ে বুধবার (৬ মে) রাতে। করোনায় আক্রান্ত ওই নার্সের ভগ্নিপতি, বোন শহীদ জিয়াউর রহামন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্স এবং ১২ বছর বয়সী ভাগ্নের সংস্পর্শে গিয়েছিলেন। গত ৩ মে তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ এলেও কোনো উপসর্গ না থাকায় ওই নার্সকে হাসপাতালের কাছেই তার ভাড়া বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে বৃহস্পতিবার (৯ মে) বিকেলে তিনি কোনো অ্যাম্বুলেন্স ছাড়াই একটি রিকশায় চড়ে চিকিৎসার জন্য মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানান, যেহেতু ওই হাসপাতালে ছয়জন যক্ষ্মা রোগী চিকিৎসাধীন সে কারণে হাসপাতালটি লকডাউন না করে প্রথমে সকল স্টাফ এবং রোগীদের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, বক্ষব্যাধি হাসপাতালের স্টাফ ও ভর্তি থাকা যক্ষ্মা রোগীদের সকাল ৯টা থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের কাছ থেকে সংগ্রহ করা নমুনাগুলো নিয়ম অনুযায়ী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, রিপোর্টে যাদের করোনা পজিটিভ আসবে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
আরএআর/পিআর