বেনাপোলে ১৪শ পরিবারকে খাদ্যসামগ্রী দিলো ৪৯ বিজিবি ব্যাটালিয়ন
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে যশোরের বেনাপোল ও শার্শার ১৪শ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে বেনাপোল চেকপোস্টে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা উপস্থিত থেকে চেকপোস্টে কর্মরত ২৫০ জন কুলির মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় ত্রাণ নিতে আসা দুস্থ মানুষগুলো স্বাস্থ্যবিধি মেনে নিজ হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে নিয়ে যান। পর্যায়ক্রমে বাকিদের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হবে।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন পরিচালিত বেনাপোল-শার্শার ১৫টি বিওপি এলাকার মোট ১৪শ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন বলে জানান ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম।

বিদ্যানন্দ ফাউন্ডেশন এসব খাদ্যসামগ্রী বিজিবির মাধ্যমে বিতরণ করছেন। প্রত্যেক দুস্থ পরিবারের জন্য চাল, ডাল, আটা, লবণ, তেল, সাবান এবং একটি করে মাক্স বিতরণ করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জাগো নিউজকে বলেন, লকডাউন মুহূর্তে সীমান্তে সরকারের সকল প্রকার নির্দেশনা মেনে আমরা কাজ করে যাচ্ছি।মহামারী করোনাভাইরাসের কারণে ভারত-বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি নির্দেশনা থাকায় পাসপোর্টযাত্রীদের আনাগোণা নেই বললেই চলে। এ কারণে বেনাপোল চেকপোস্টে কর্মরত কুলিরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই বিজিবির পক্ষ থেকে তাদেরকে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো।
জামাল হোসেন/এমএএস/জেআইএম