পাটক্ষেতে নারীর লাশ
যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের ভুলবাড়িয়া বল্লামুখ মাঠের একটি পাটক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, বাঘারপাড়া উপজেলার ভুলবাড়িয়া বল্লামুখ মাঠের একটি পাটক্ষেতে এক নারীর মরদেহ পড়েছিল। স্থানীয় লোকজন রোববার সন্ধ্যায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য পুলিশ রাতেই মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মার্গে পাঠায়।
পুলিশ জানায়, তার পরনে ছিল সাদা-গোলাপি রঙয়ের ছাপা সেলোয়ার কামিজ রয়েছে। তার মাথার চুল ছোট এবং হাতের নখগুলো লম্বা।
বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে কীভাবে তিনি মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মিলন রহমান/এএম/এমকেএইচ