১২শ ইমাম মুয়াজ্জিন পুরোহিতকে অর্থ সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:২৭ এএম, ১৩ মে ২০২০

শরীয়তপুর-২ আস‌নের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া-জাজিরা উপ‌জেলার এক হাজার ২০০ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ম‌ন্দি‌রের পুরোহিতকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিকেলে এ অর্থ সহায়তা দেয়া হয়।

পা‌নিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ব‌লেন, বাংলা‌দেশ আওয়ামী লীগ এবং আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবসময় মানুষের বিপদে সাহায্য অব্যাহত রেখেছি। আমার মা ২০১৮ সালের ১৫ মে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুবার্ষিকীকে সাম‌নে রে‌খে জেলার নড়িয়া ও জা‌জিরা উপ‌জেলার ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের‌ সামান্য অর্থ দি‌য়ে সহ‌যো‌গিতা ক‌রে‌ছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।

soriatpur.jpg

এর আগেও করোনা সংকটের মধ্যে মায়ের নামে গড়া আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন থেকে নড়িয়া উপজেলা ও সখীপুর থানার সহস্রাধিক অসচ্ছল ইমাম ও মুয়াজ্জিনের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপমন্ত্রী শামীম।

ছ‌গির হো‌সেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।