বগুড়ায় মাদক ব্যবসা নিয়ে বিরোধে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৪ মে ২০২০

বগুড়ায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুরুজ হোসেন (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরুজ মারা যান। নিহত সুরুজ শহরের মালগ্রাম মধ্যপাড়ার ডাবলু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, মালগ্রাম চাপরপাড়া ও মালগ্রাম মধ্যপাড়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েকদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এনিয়ে বুধবার বেশ কয়েকবার মাদক ব্যবসায়ীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। সুরুজ ওই এলাকার মানিক নামের এক যুবকের পক্ষ নিয়ে উজ্জল নামের এক যুবককে মারধর করেন। মানিক এবং উজ্জল দুজনেই মাদক ব্যবসায়ী এবং একে অপরের সৎ ভাই।

এর জের ধরে বুধবার বিকেলের দিকে উজ্জল এবং আকাশ নামের দুই যুবক সুরুজকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত সুরুজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

লিমন বাসার/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।