১৪ দিন করোনার সঙ্গে যুদ্ধে করে হেরে গেলেন বদরুন্নেসা
রংপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বদরুন্নেসা (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বদরুন্নেসা রংপুর নগরীর নিউ জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে গত ১৭ মে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সিভিল সার্জন জানান, বদরুন্নেসা দীর্ঘদিন ধরে এ্যাজমাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১৫ মে তার শরীরে করোনা শনাক্ত হয়। এর দুইদিন পর তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় আটজনের মৃত্যু হলো। এর মধ্যে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চারজন।
জিতু কবীর/এমএএস