ছাঁটাইয়ের প্রতিবাদে করোনা উপেক্ষা করে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০১ জুন ২০২০

করোনার হটস্পট গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তানাজ ফ্যাশন লি. নামক পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ কয়েক দফা চেষ্টায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার নিটিং অপারেটর নুরজাহান জানান, কয়েক সপ্তাহ টানা ছুটি চলছে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সোমবার কাজে যোগ দেয়ার কথা থাকলেও সকালে কারখানায় এসে শ্রমিকরা ছাঁটাইয়ের নোটিশ পেয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

protest

শ্রমিকদের বকেয়া বেতন ও ছাঁটাইয়ের বিষয়ে কারখানা কর্তৃপক্ষ বলছে, চলমান লকডাউনে সব কাজের চুক্তি বাতিল হয়েছে। বর্তমানে কারখানায় সীমিত কিছু কাজের চুক্তি রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আপাতত ছাঁটাই করা হয়েছে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) এস আলম জানান, বেতন পরিশোধ ও ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দ্রুত বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।