জুমার নামাজে সালাম ফিরেই মেঝেতে লুটিয়ে পড়লেন এক ব্যক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০৫ জুন ২০২০

গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদেই মৃত্যুরকোলে ঢলে পড়লেন মো. আবির (৫০) নামে এক ব্যক্তি।

তিনি কিশোরগঞ্জ জেলা সদরের কারুয়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। মো. আবির গাজীপুর শহরের জয়দেবপুর বাজার মসজিদ রোডে রেমন্ড টেইলার্সের একজন কর্মচারী।

মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক আ. রাজ্জাক জানান, জুমা’র নামাজ শুরু হওয়ার আগে চার রাকাত সুন্নত নামাজ আদায় করার পর সালাম ফিরে পাশের এক মুসল্লিকে বলতে থাকেন আমার খুব খারাপ লাগছে। এ কথা বলেই মো. আবির ঢলে পড়েন এবং মসজিদের ভেতরেই মৃত্যুবরণ করেন। পরে তার স্বজনদের খবর দেয়া হয়। বিষয়টি সদর থানার পুলিশকে অবহিত করা হয়েছে।

আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।