নোয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো, মৃত্যু ২৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৪০ পিএম, ০৭ জুন ২০২০

নোয়াখালীতে নতুন করে আরও ৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুইজন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০০১ জন। মারা গেছেন মোট ২৮ জন।

রোববার (৭ জুন) বেলা ১১টার দিকে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৪ ও ৫ জুন ৪০০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে ৬ জুন রাতে ১৫৪ জনের রিপোর্ট আসে। এতে ৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

জেলায় করোনা আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৮ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৭৬৮ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ১৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।

সিভিল সার্জন বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিলেন। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল।

নোয়াখালীতে মোট করোনা আক্রান্ত ১০০১ জনের মধ্যে বেগমগঞ্জ উপজেলার ৪৫৫ জন, সদরের ২৩৬ জন, চাটখিলের ৭১ জন, সোনাইমুড়ীর ৫৫ জন, কবিরহাটের ৭৫ জন, কোম্পানীগঞ্জের ৯ জন, সেনবাগের ৬৬ জন, হাতিয়ার ৬ জন ও সুবর্ণচর উপজেলার ২৮ জন রয়েছেন।

মিজানুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।