হটস্পট বগুড়ায় একদিনে রেকর্ড আক্রান্ত ১৬১ জন
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (৭ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদের মধ্যে সদরের ৪৩ জন, শাজাহানপুরের পাঁচজন, গাবতলীর পাঁচজন, শিবগঞ্জের চারজন এবং নন্দীগ্রামের দুইজন। বাকি ১০২ জন বিভিন্ন উপজেলার। এদের মধ্যে সদরের চেলোপাড়া, জলেশ্বরীতলা, নাটাইপাড়া, কাটনারপাড়া, ঠনঠনিয়া এবং সেউজগাড়ীয় আক্রান্ত রয়েছেন।
ঢাকায় পাঠানো নমুনার ৫৫০ জনের মধ্যে ফলাফলে ১০২ জন পজিটিভ, শজিমেকের ১৮৮ জনের মধ্যে ফলাফলে বগুড়ার ৪১ জন পজিটিভ ও টিএমএসএসের ৩৫ জনের মধ্যে ফলাফলে বগুড়ায় ১৮ জন পজিটিভ।
হটস্পট বগুড়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। মৃত্যু হয়েছে সাতজনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ৭৩০ জন।
এএম/এমকেএইচ