করোনার হটস্পট বগুড়ায় একদিনে আরও ৮৮ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:২৮ পিএম, ০৮ জুন ২০২০

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৮ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১ জন, নারী ২৩ জন ও শিশু চারজন। এদের মধ্যে সদরের ৭৩ জন, শাজাহানপুরের সাতজন, নন্দীগ্রামের তিনজন, গাবতলীর তিনজন ও আদমদীঘির দুইজন।

শজিমেকের ১৮৮ নমুনার ফলাফলে বগুড়ার ৫১ জন পজিটিভ ও টিএমএসএসের ৬৭ নমুনার মধ্যে বগুড়ায় ৩৭ জন পজিটিভ।

এ নিয়ে হটস্পট বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ জন। মৃত্যু হয়েছে আটজনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ৭৯৮ জন।

এএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।