করোনার হটস্পট বগুড়ায় একদিনে আরও ৮৮ জন আক্রান্ত
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৮ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১ জন, নারী ২৩ জন ও শিশু চারজন। এদের মধ্যে সদরের ৭৩ জন, শাজাহানপুরের সাতজন, নন্দীগ্রামের তিনজন, গাবতলীর তিনজন ও আদমদীঘির দুইজন।
শজিমেকের ১৮৮ নমুনার ফলাফলে বগুড়ার ৫১ জন পজিটিভ ও টিএমএসএসের ৬৭ নমুনার মধ্যে বগুড়ায় ৩৭ জন পজিটিভ।
এ নিয়ে হটস্পট বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ জন। মৃত্যু হয়েছে আটজনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ৭৯৮ জন।
এএম/এমআরএম