রাতে করোনা শনাক্ত, সকালে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৯ জুন ২০২০
ফাইল ছবি

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লুৎফর রহমান (৫২) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু হয়।

লুৎফর রহমান রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার মহিষকুণ্ডি মাদরাসার শিক্ষক ছিলেন। তার স্ত্রী গুলনাহার বেগম মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে গতকাল সোমবার (৮ জুন) সকালে তাকে রামেক হাসপাতালে আনা হয়। এরপর থেকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

রামেক হাসপাতালের উপপরিচালক ড. সাইফুল ফেরদৌস জানান, গত শনিবার (৬ জুন) বাড়ি থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে রামেক হাসপাতালে আনা হয়। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের জন্য পরিবারকে পরামর্শ দেয়া হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।