বগুড়ায় একদিনে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (০৯ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে পুরুষ ৫১ জন, নারী ২২ জন ও শিশু চারজন। এদের মধ্যে সদরের ৫৪ জন, ধুনটের ১০ জন, গাবতলীর সাতজন, কাহালুর দুইজন, শিবগঞ্জের দুইজন, শাজাহানপুর ও আদমদীঘির একজন করে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনার ফলাফলে ৪৯ জন পজিটিভ ও টিএমএসএসের ৮৩ জনের ফলাফলে ২৮ জন পজিটিভ আসে।
এ নিয়ে বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন ৯৫৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ জন। মৃত্যু হয়েছে আটজনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ৮৭৫ জন।
এএম/জেআইএম