করোনাভাইরাস : বগুড়ায় একদিনে ৬ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হলো।
শনিবার (১৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল।
তিনি বলেন, হাসপাতালে ভর্তি অবস্থায় শুক্রবার গভীর রাতে শহরের ফুলবাড়ি এলাকার মমতাজুর রহমান (৭০), শহরের কলোনী এলাকার শামীম আহম্মেদ বুলু (৫৬), শিবগঞ্জের রহবল এলাকার রাব্বি রহমান (৪৫) এবং শনিবার সকালে হাসপাতালে আসার পথে শহরের মালতিনগরের বিজন কুমার নিয়োগী (৫২) মারা যান। একই সঙ্গে শনিবার সকালে পাবনার ইমরান নাজির (৩৬) ও বারপুর এলাকার হারুন অর রশিদ (৭২) মারা যান।
ডা. শফিক আমিন বলেন, মৃত ছয়জনের মধ্যে মমতাজুর রহমান, বিজন কুমার নিয়োগী এবং হারুন অর রশিদের করোনা পজিটিভ ছিল। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। শামীম আহম্মেদ বুলু বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি ছিলেন। আর মমতাজুর রহমানকে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে মারা গেছেন। বিজন কুমার নিয়োগী হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। শুধুমাত্র মোহাম্মদ আলী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৬ জন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত জেলায় সর্বমোট আক্রান্ত এক হাজার ১৮৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন।
এএম/এমকেএইচ