মাদারীপুরে করোনায় একজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৯ জুন ২০২০
ফাইল ছবি

মাদারীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ও শুক্রবার (১৯ জুন) সকালে তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে মাদারীপুরের জজকোর্ট এলাকার বাসিন্দা কাওসার করোনায় এবং থানতলী এলাকার আজাদ খান, রাস্তি এলাকার আলমগীর বেপারী, দুর্গাবর্দ্দী এলাকার শিক্ষক মো. আনিচুর রহমান ও কেন্দুয়া এলাকার শিক্ষক মৃণাল তালুকদার করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

মাদারীপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত কাওসার বৃহস্পতিবার রাতে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি শহরের জজকোর্ট এলাকায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের থানতলী এলাকার আজাদ খান শুক্রবার সকালে করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা গেছেন। রাস্তি এলাকার আলমগীর বেপারী বৃহস্পতিবার রাত ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। এছাড়াও রাতে দুর্গাবর্দ্দী এলাকার শিক্ষক মো. আনিচুর রহমান ও কেন্দুয়া এলাকার শিক্ষক মৃণাল তালুকদার করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, মাদারীপুর সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। কিন্তু অন্য চারজনের বিষয়ে আমাদের কাছে এখনও কোনো তথ্য আসেনি।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।