৯ মাস ধরে পায়ের যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছে গোলকিপার বনি
সানোয়ার হোসেন বনি (১৭)। যশোর মোহামেডান ফুটবল দলের গোলকিপার। পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্টে নুর ইসলাম ফুটবল একাডেমি ও নিজের উপজেলার হয়ে খেলেন তিনি।
গত বছরের অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ওঠে যশোরের শার্শা উপজেলা। সেখানে খেলতে গিয়ে হঠাৎ পায়ে মারাত্মক আঘাত পায় সে। সেই থেকে বিছানায় পড়ে আছে বনি। যশোর জেলার কৃতি এই গোলকিপার এখন পায়ের যন্ত্রণায় কাতর। এমন বিপদে পাশে পায়নি কোনো ক্রিড়া সংগঠনকেও।
ফুটবলার বনি বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের মৃত চান্দু মিয়ার সন্তান। সে বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমিরও একজন দাপুটে ফুটবলার। তুখোড় গোলকিপার বনি আলমারিতে সাজিয়ে রাখা ট্রফিগুলোর দিকে তাকিয়ে আবার কবে মাঠে ফিরবে সেই কল্পনাতেই মত্ত থাকে।
বনির পায়ের উন্নত চিকিৎসার জন্য সহায়-সম্বল সব বিক্রি করে নিঃস্ব তার পরিবার। ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করালে বনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে জানিয়েছেন ডাক্তাররা।
কৃতি এই ফুটবলারের মায়ের আশা তার ছেলে সুস্থ হয়ে আবারও মাঠে গিয়ে খেলবে। কিন্তু তা সম্ভব হচ্ছে না শুধু অর্থের অভাবে। দেশের সামর্থবানদের কাছে বনি এবং তার মা চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন।

বিছানায় শয্যাশায়ী বনি জানায়, দিন দিন পয়ের অবস্থার অবনতি হচ্ছে। সে সুস্থ হয়ে আবারও ফুটবলের জগতে ফিরতে চায়। এ সময় আর্থিক সংকটের কারণে তার উন্নত চিকিৎসা হচ্ছে না জানিয়ে সবার সহায়তা চায় বনি।
বনির মা মঞ্জুয়ারা বেগম বলেন, আমার ছেলে এর আগে অনেক খেলায় ট্রফি জিতে সুনাম বয়ে এনেছে। তার এই বিপদের দিনে সমাজের বিত্তবান ও যারা ফুটবলকে ভালোবাসে তাদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।
বনির ফুটবল কোচ সাবেক জাতীয় ফুটবলার সাব্বির আহম্মেদ পলাশ বলেন, বনি একজন মেধাবী ফুটবলার। সে প্রতিটি ম্যাচে গোল কিপিংয়ে অসাধারণ ভূমিকা রেখেছে। বনি পায়ের ইনজুরির জন্য দীর্ঘ ৯ মাস ফুটবল থেকে দূরে রয়েছে। সমাজের বিত্তবান ও ফুটবল প্রেমীদের কাছে বনির চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান তিনি।
বনির জন্য সাহায্য পাঠাতে চাইলে বিকাশ নম্বর ০১৪০২২৬১৫০৬ ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ৪২১৮৭১৯৫০৪০০০, মো. সাব্বির আহমেদ পলাশ, এবি ব্যাংক, বেনাপোল, যশোর শাখা পাঠাতে পারেন।
জামাল হোসেন/এফএ/পিআর