শিবচরের ভাইস চেয়ারম্যান করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৫ জুন ২০২০

মাদারীপুরের শিবচর উপজেলার ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান ও তার মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে হাইওয়ে পুলিশের দুই সদস্য, উপজেলা পরিষদের এক স্টাফ, পাচ্চরের এক ব্যক্তিসহ আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকায় পাঠানো নমুনা থেকে বৃহস্পতিবার ২৪ জনের নমুনা রিপোর্ট শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। ১৫ জুন এসব নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আক্রান্তদের মধ্যে শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান ও তার মেয়ে রয়েছেন। এছাড়া উপজেলা পরিষদের এক স্টাফ, হাইওয়ে পুলিশের দুই সদস্য ও পাচ্চর ইউনিয়নের বাহেরচরের এক ব্যক্তি রয়েছেন।

আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশন নিশ্চিত করার প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এ নিয়ে এ পর্যন্ত শিবচরে ৯৬ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চারজনের মৃত্যু হয়েছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান বলেন, আমি শারীরিকভাবে সুস্থ রয়েছি। কোনো ধরনের শারীরিক সমস্যা হচ্ছে না। মেয়েও সুস্থ আছে। সবাই দোয়া করবেন।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।