শার্শায় মা ও ১৭ মাসের শিশু করোনায় আক্রান্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১১:২১ পিএম, ২৭ জুন ২০২০

যশোরের শার্শা উপজেলায় এক মা ও তার ১৭ মাস বয়সী সন্তান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে।

শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে বেনাপোল ও শার্শা উপজেলায় ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে ওই মা-শিশুও রয়েছে বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

করোনা আক্রান্ত বাকিরা হলেন- গাতিপাড়া গ্রামের একজন গৃহবধূ (৪০), বেনাপোলের বড়আচড়া গ্রামের একজন তরুণ সিএন্ডএফ ব্যবসায়ী (৪২), বাহাদুরপুর গ্রামের একজন ব্যবসায়ী (৫৮) ও পরিবার পরিকল্পনা বিভাগের একজন স্বাস্থ্য সহকারী (৩১)। তাদেরকে স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মারুফ জানান, বেনাপোল ও শার্শার করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এখন প্রতিটি মানুষের উচিৎ ঘরে থাকা। প্রতিটি জনপ্রতিনিধি ও ইমামদের করোনা মোকাবিলায় কাজ করার আহ্বান জানান তিনি।

মো. জামাল হোসেন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।