যশোর করোনা আইসোলেশনে ব্যবসায়ীর মৃত্যু
ফাইল ছবি
যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকালে তিনি মারা যান। মৃত হারুন সরদার (৫৬) শহরের ঘোপ জেল রোডের বাসিন্দা।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, করোনার সব রকম উপসর্গ নিয়ে রোববার ভোর সাড়ে ৫টার দিকে তিনি হাসপাতালে আসেন। এ সময় তাকে আইসোলেশনে ভর্তি ও তার নমুনা নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃতের পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে দাফন কাজ সম্পন্নের পরামর্শ দেয়া হয়েছে।
মিলন রহমান/এফএ/এমকেএইচ