একদিনে রাজশাহী বিভাগে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ৩০ জুন ২০২০

রাজশাহী বিভাগে একদিনে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন সাতজন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৪২। এছাড়াও করোনা জয় করেছেন ২৩৬ জন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২৯ জুন) বিভাগজুড়ে করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ায় চারজন মারা গেছেন। এছাড়াও সিরাজগঞ্জে দুইজন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে। একই দিন করোনা ধরা পড়েছে ২৪২ জনের। এর মধ্যে বগুড়ায় ১৩৬ জন, সিরাজগঞ্জে ৫৬ জন, রাজশাহীতে ৩৯ জন, নাটোরে ৯ জন এবং নওগাঁ ও পাবনায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ২৩৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে বগুড়ার ১৩১ জন, পাবনার ৫৪ জন, নওগাঁর ৪৩ জন, সিরাজগঞ্জের পাঁচজন এবং নাটোরের তিনজন রয়েছেন।

এ পর্যন্ত বিভাগে ৫ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮০ জন। আর করোনা জয় করেছেন এক হাজার ২৮১ জন। এছাড়াও করোনা নিয়ে হাসপাতালে এসেছেন ৫৬৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিভাগে সর্বোচ্চ করোনা ধরা পড়েছে বগুড়ায় দুই হাজার ৯১৮ জনের। এছাড়া রাজশাহীতে ৬১০ জন, নওগাঁয় ৪৫২ জন, পাবনায় ৪৪৭ জন, সিরাজগঞ্জে ৪৩৯ জন, জয়পুরহাটে ৩৬৬ জন, নাটোরে ১৬৭ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে বগুড়ায় ৫২ জনের। এছাড়া পাবনায় আটজন, রাজশাহীতে আটজন, নওগাঁয় ছয়জন, সিরাজগঞ্জে পাঁচজন এবং নাটোরে একজনের প্রাণ নিয়েছে করোনা। তবে চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটে করোনায় এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ করোনা রোগী সুস্থ হয়েছে বগুড়া জেলায় ৫৭৪ জন। এছাড়া নওগাঁয় ২৫৭ জন, জয়পুরহাটে ১৩৭ জন, পাবনায় ১০৩ জন, রাজশাহীতে ৬৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬১ জন, নাটোরে ৫৮ জন এবং সিরাজগঞ্জে ২৩ জন করোনা জয় করেছেন।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।