করোনা থেকে সুস্থ হলেন এমপি রণজিত রায়
করোনাজয় করেছেন যশোর-৪ (অভয়নগর ও বাঘারপাড়া) আসনের এমপি রণজিৎ কুমার রায়। একই সঙ্গে যশোর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় ও যশোর শহরের বড় বাজারের ইজারাদার বিশিষ্ট ব্যবসায়ী নেতা সিটি ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন বাবু করোনামুক্ত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় করোনাজয় করেছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে তার ফলোআপ নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বুধবার (০১ জুলাই) সকালে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের ব্যক্তিগত সহকারী তপন বিশ্বাস।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়ও করোনাজয় করেছেন। তাকে মঙ্গলবার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।
অন্যদিকে যশোর শহরের বড় বাজারের ইজারাদার বিশিষ্ট ব্যবসায়ী নেতা সিটি ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন বাবুও করোনাজয় করেছেন। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাস মুক্ত হলে তিনি ছাড়পত্র পেয়ে ঢাকায় নিজ বাসভবনে যান।
জানা যায়, এমপি রণজিৎ কুমার রায়ের গত ৮ জুন যবিপ্রবির ল্যাবে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। ওই রাতে পরিবারের সদস্যরা তাকে যশোরের সিএমএইচে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক বার নমুনা পরীক্ষা করা হয় তার। সর্বশেষ নমুনা পরীক্ষা করে তার নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়।
মিলন রহমান/এএম/পিআর