টাঙ্গাইল সদরেই করোনায় আক্রান্ত ৪৩৩ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৪ জুলাই ২০২০

টাঙ্গাইল জেলায় পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এ পাল্লায় এগিয়ে থাকা সদর উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জন। ৩৫৬ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মির্জাপুর উপজেলা।

শুক্রবারই এ জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ৭৭ জন।এর মধ্যে ৫০ জনই টাঙ্গাইল সদর উপজেলার। জেলায় মোট আক্রান্ত ১৩৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৩৮ আর মৃত্যুরবণ করেছেন ২২ জন। এছাড়াও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৮৮ জন। তথ্যটি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।

তিনি জানান, গত ২২ ও ২৩ জুলাইয়ের নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় নতুন করে ৭৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৫০ জন, কালিহাতীতে ৬, মধুপুরে ৫, ধনবাড়ী ও গোপালপুরে ৩ জন করে, নাগরপুর, বাসাইল, ঘাটাইল আর ভূঞাপুরে ২ জন করে, সখীপুর ও দেলদুয়ারের ১ জন করে আক্রান্ত হলেও মির্জাপুরে নতুন কেউ আক্রান্ত হয়নি।

এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ আক্রান্ত উপজেলার মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর। এ উপজেলায় মোট আক্রান্ত ৪৩৩ জন। মোট সুস্থ ১৯১, মৃত্যু ৬ আর চিকিৎসাধীন রয়েছেন ২৩৬ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা মির্জাপুর উপজেলায় আক্রান্ত ৩৫৬ জন। মোট সুস্থ ২৬১, মৃত্যু ৬ আর চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা মধুপুর উপজেলায় আক্রান্তের সংখ্য ৯৫ জন। মোট সুস্থ ৩৩, মৃত্যু ১ আর চিকিৎসাধীন ৬১ জন।

চতুর্থ অবস্থানে থাকা কালিহাতী উপজেলায় আক্রান্তের সংখ্যা ৬৭ জন। মোট সুস্থ ৩৮, চিকিৎসাধীন ২৯ আর এ উপজেলায় কোনো মৃত্যু নেই।

পঞ্চম অবস্থানে থাকা দেলদুয়ার উপজেলায় আক্রান্তের সংখ্যা ৬৩ জন। মোট সুস্থ ৩১, মৃত্যু ১ আর চিকিৎসাধীন ৩১ জন।

ষষ্ঠ অবস্থানে থাকা সখীপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৬১ জন। মোট সুস্থ ২৩, মৃত্যু ১ আর চিকিৎসাধীন ৩৭ জন।

সপ্তম অবস্থানে থাকা ভূঞাপুর উপজেলায় আক্রান্তে সংখ্যা ৫৪ জন।মোট সুস্থ ২৫, মৃত্যু ১ আর চিকিৎসাধীন ২৮ জন।

অষ্টম অবস্থানে থাকা গোপালপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৫৩ জন। মোট সুস্থ ৩২, চিকিৎসাধীন ২১ আর এ উপজেলায় কোনো মৃত্যু নেই।

নবম অবস্থানে থাকা ঘাটাইল উপজেলায় আক্রান্তে সংখ্যা ৫১ জন। মোট সুস্থ ২৭, মৃত্যু ২ আর চিকিৎসাধীন ২২ জন।

দশম অবস্থানে থাকা নাগরপুর উপজেলায় আক্রান্তে সংখ্যা ৪৯ জন। মোট সুস্থ ৩৭, মৃত্যু ১ আর চিকিৎসাধীন ১১ জন।

একাদশ অবস্থানে থাকা ধনবাড়ী উপজেলায় আক্রান্তে সংখ্যা ৩৭ জন। মোট সুস্থ ২৬, মৃত্যু ২ আর চিকিৎসাধীন ৯ জন।

এছাড়াও দ্বাদশ অবস্থানে থাকা বাসাইল উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৯ জন। মোট সুস্থ ১৪, মৃত্যু ১ আর চিকিৎসাধীন ১৪ জন।

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ১০ জন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, জেলার বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ আর হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৯ জন বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।