সিলেট বিভাগে আরও ১৫৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৫:১৮ এএম, ১৯ আগস্ট ২০২০

সিলেটে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট বিভাগে নতুন করে আরও ১৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ৫৯ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১০০ জনের করোনা শনাক্ত হয়।

রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে সিলেটের ২৮ ও মৌলভীবাজারের ৩১ জন রয়েছেন।

একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

রাতে শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, মঙ্গলবার নতুন করে শনাক্তদের মধ্যে সিলেটের ৬৩ জন, সুনামগঞ্জের ১৯ জন ও হবিগঞ্জের ১৮ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬১৯ জন। এর মধ্যে সিলেটে পাঁচ হাজার ১২৪ জন, সুনামগঞ্জে এক হাজার ৮২৪, হবিগঞ্জে এক হাজার ৩৯৮ এবং মৌলভীবাজারে এক হাজার ২৭৩ জন।

মঙ্গলবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬০ জন। এর মধ্যে সিলেট জেলার এক হাজার ৬০৩ জন, সুনামগঞ্জে এক হাজার ৩৯১ জন, হবিগঞ্জে ৯১২ জন এবং মৌলভীবাজারের ৭৫৪ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭০ জন। এর মধ্যে সিলেটে ১২২ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারের ১৮ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫০ জন। এর মধ্যে সিলেটে ৬২, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ৫১ ও মৌলভীবাজারে ২২ জন।

ছামির মাহমুদ/এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।