সিলেটে আরও ১০০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:১৩ এএম, ২৮ আগস্ট ২০২০

সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা। একইসঙ্গে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও বাড়ছে সমানতালে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিলেটের দুটি ল্যাবে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজে ল্যাবে ২৭ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭৩ জন।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ২৭ জনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাস।

জানা গেছে, করোনায় আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর ও শহরতলীর ২২ জন রয়েছেন। বাকি পাঁচজনের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার একজন, দক্ষিণ সুরমার তিনজন ও হবিগঞ্জের নবীগঞ্জের একজন।

এদিকে শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, বৃহস্পতিবার শনাক্ত হওয়া ৭৩ জনের মধ্যে সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের তিনজন, মৌলভীবাজারের ১৮ জন ও সিলেটের ২২ জন রোগী রয়েছেন।

এ প্রভাষক আরও বলেন, শাবির ল্যাবে বৃহস্পতিবার সিলেটের ১২৪টি, হবিগঞ্জের ৬৫টি, মৌলভীবাজারের ৬৪টি ও সুনামগঞ্জের ৭৮টি নমুনাসহ মোট ৩৩১টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৭৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৬১ জন। এর মধ্যে সাত হাজার ৩৯৪ জন সুস্থ হয়ে ওঠায় বর্তমানে এ বিভাগে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন মোট তিন হাজার ১৬৭ জন।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৩০১ জন। এছাড়া বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১২২ জন।

এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মারা গেছেন মোট ১৮৪ জন। এদের মধ্যে সিলেটে ১৩২ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন রয়েছেন।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।