প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
প্রতীকী ছবি
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে প্রাইভেটকারের ধাক্কায় নাঈম আহমদ (১৫) নামে এক বাইসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বেগমপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম আহমদ ওসমানীনগর উপজেলার চাতলপাড় মোকামপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো (গ) ১৩-৯৭০৭) বাইসাইকেল আরোহী নাঈমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে পাঠায়।
ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
ছামির মাহমুদ/আরএআর/পিআর