টঙ্গীতে স্টিল কারখানায় অগ্নিদগ্ধ এক শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০

গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলস কারখানায় আগুনে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. দুলাল মিয়া (২৫)। আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই ঘটনায় অপর শ্রমিক মোজাম্মেল হোসেনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের মধ্যে পঞ্চাশ শতাংশ দগ্ধ হন নিলয় (২৫) ও রিপন (৩০)। তাদেরকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোর ৪টায় মিলগেট এলাকার এসএস স্টিল কারখানায় লোহা পোড়ানোর কাজ করতে গিয়ে আগুনের স্ফুলিঙ্গ শরীরে ছিটে অগ্নিদগ্ধ হন পাঁচ শ্রমিক। এ ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলাকে দায়ী করছেন শ্রমিকরা।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।