স্মার্টফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০
প্রতীকী ছবি

গাজীপুরে স্মার্টফোন কিনে না দেয়ায় জিহাদুল ইসলাম শাফায়েত (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১২ সেপ্টেস্বর) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত জিহাদ গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ভোগড়া দক্ষিণপাড়া এলাকার রফিকুল ইসলাম জীবনের ছেলে। সে স্থানীয় ইন্ডিপেন্ডেন্ট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনদের বরাত দিয়ে নগরীর বাসন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল জানান, জিহাদের বাবা রফিকুল থাই গ্লাসের একটি দোকানে মিস্ত্রির কাজ করেন। এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বড় ছেলেকে স্মার্টফোন ফোন কিনে দেন তিনি। গত কয়েকদিন ধরে গেম খেলার জন্য স্মার্টফোন কিনে দিতে বাবা-মায়ের কাছে বায়না ধরে ছোট ছেলে জিহাদ। কিন্তু এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে মোবাইল কিনে দিতে অস্বীকৃতি জানান তার বাবা-মা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পুনরায় বায়না ধরলে জিহাদকে বকাঝকা করেন তার মা শীলা আক্তার। এতে মায়ের ওপর ক্ষুব্ধ হয় সে। রাত ৯টার দিকে খাবার খাওয়ার জন্য জিহাদকে ডাকাডাকি করতে থাকেন শীলা। কিন্তু ছেলের সাড়াশব্দ না পেয়ে পাশের কক্ষে গিয়ে ঘরের আড়ের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় জিহাদকে ঝুলতে দেখেন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত জিহাদকে মৃত ঘোষণা করেন।

বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।