সিলেটে আরও ৯৩ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে একদিনে আরও ৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সিলেটের দুটি পিসিআর ল্যাবে ৫১৮ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়।
এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষায় ৬২ এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮৬ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়। নতুন করে শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১১ হাজার ৯৮২ জনে দাঁড়াল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের শিক্ষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল জানান, শাবিপ্রবির আরটি-পিসিআর ল্যাবে রোববার ২৩২ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে মোট ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৩২, সিলেটের ১৭ এবং হবিগঞ্জ জেলার ১৩ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা.হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোববার ২৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগ সিলেট জেলা ও মহানগরের বাসিন্দা।
গত ১৫ এপ্রিল থেকে ১৩ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মোট ২০৩ জন মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৪৭ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২০ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩৮ জন। এর মধ্যে সিলেটে ৮৭, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ১৯ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮৩ জন। এর মধ্যে সিলেটে ৪ হাজার ৬৭৫ সুনামগঞ্জে ১ হাজার ৮৯৯, হবিগঞ্জে ১ হাজার ১১৮ ও মৌলভীবাজারে ১ হাজার ২৯১ জন।
বর্তমানে সিলেট বিভাগে সক্রিয় করোনা রোগী আছেন ২ হাজার ৭৯৬জন। এছাড়া আক্রান্ত ১১হাজার ৯৮২ জন রোগীর মধ্যে ২০৩ জন মারা গেছেন এবং ৮ হাজার ৯৮৩ সুস্থ হয়ে উঠেছেন।
ছামির মাহমুদ/এমএসএইচ