মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এবার বিদ্যুৎ মিস্ত্রি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের মামলায় তিতাসের প্রকৌশলীসহ আটজন গ্রেফতারের পর এবার মোবারক হোসেন নামে এক বিদ্যুৎ মিস্ত্রিকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।

পরে মোবারককে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে দুদিনের রিমান্ড মঞ্জুর হয়। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম তার রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) ফতুল্লার পশ্চিশ তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, তল্লা বায়তুস সালাত জামে মসজিদে দুটি বৈদ্যুতিক সংযােগ রয়েছে। একটি সংযােগ অবৈধ। সেই সংযোগসহ যাবতীয় মসজিদের ওয়ারিংয়ের কাজ করেছিল মােবারক হােসেন। গ্যাস ও সেই বৈদ্যুতিক লাইন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে হিসেবে মােবারককে গ্রেফতার করা হয়।

এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের বহিষ্কৃত চার প্রকৌশলীসহ আটজনকে গ্রেফতার করে সিআইডি। পরে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে আটজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তল্লা বাইতুল সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন চারজন। বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানা পুলিশের এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

শাহাদাত হোসেন/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।