কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে মিলল সাড়ে ১১ হাজার পিস ইয়াবা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আষাঢ়িয়াচর এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১।

গতকাল সোমবার দিবাগত রাত (২২ সেপ্টেম্বর) দেড়টায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবাসহ ২টি মোবাইল ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাইনউদ্দিন (৪০) ও মো. মাসুদ রানা (৩৩)।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

Sidhirganj

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাইনউদ্দিনের বাড়ি নরসিংদীর মাধবদী থানাধীন অনন্তরামপুর এলাকায় ও মো. মাসুদ রানার বাড়ি গাজীপুরের গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ি এলাকায়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে কাভার্ডভ্যানে ড্রাইভার ও হেলপার পেশার আড়ালে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে তারা আরও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধভাবে কাভার্ড ভ্যানযোগে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা এবং এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।