সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল অফিস এলাকার মাছ আহরণ নিষিদ্ধ চাড়াখালী খালে বিষ দিয়ে মাছ শিকারকালে তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় বিষ দিয়ে আহরিত ১২ কেজি মাছ, এক বোতল বিষ, একটি হাত করাত, দুটি দা ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে।

আটক জেলেরা হলেন, খুলনার দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারী গ্রামের নূর মোহাম্মদ ঢালির ছেলে বেল্লাল ঢালি (৪০), একই উপজেলার উত্তর কালাবগী গ্রামের বাবর ঢালীর দুই ছেলে মনিরুল ঢালি (৪২) ও মাসুম ঢালি (৩৫)।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল অফিসের বনরক্ষীরা সোমবার সকালে নিয়মিত টহল দেয়ার সময় মাছ আহরণ নিষিদ্ধ চাড়াখালী খালে একটি ডিঙ্গি নৌকা দেখতে পেয়ে নৌকাটিতে তল্লাশি চালায়। এ সময়ে বিষ দিয়ে আহরিত ১২ কেজি মাছ, এক বোতল বিষ, একটি হাত করাত, দুটি দা ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। আটক করা হয় তিন জেলেকে। আটক জেলেদের নামে বন আইনে মামলা দায়ের করে বিকেলে খুলনা জেলা আদালতে পাঠানো হবে।

শওকত আলী বাবু/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।