মোংলা বন্দরকে আরও বেশি শক্তিশালী করতে হবে
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, মোংলা বন্দরকে যেভাবেই হোক আরও বেশি শক্তিশালী ও আধুনিকায়ন করতে হবে। এ বন্দর আরও বেশি কার্গোর হ্যান্ডেলিং যাতে করতে পারে এজন্য যেসব সুযোগ-সুবিধা প্রয়োজন তা বৃদ্ধি করতে হবে।
শনিবার সকালে মোংলা কাস্টমস হাউসে ‘কাস্টমস ই-পেমেন্ট বিষয়ক সচেতনতামূলক সভা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে দেশের সকল কাস্টমস হাউজ ও কাস্টমস স্টেশনে শুল্ক, করাদি, ফি, সব ধরনের চার্জ পরিশোধের পদ্ধতি ই-পেমেন্ট বাধ্যতামূলক করা হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, সদস্য মো. সাইফুল ইসলাম, সদস্য ড. আব্দুল মান্নান শিকদার, বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন ও মোংলা কাস্টমস হাউসের কমিশনার হোসেন আহমদ।
এরপর এনবিআর চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানসহ ঊধ্বতন কর্মকতার্রা উপস্থিত ছিলেন।
বৈঠকে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের নানা সমস্যার বিষয় তুলে ধরা হয়। এর প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, যে কোনো জায়গায়, যে কোনো কাজে ও বিষয়ে অনেক সমস্যা থাকবে। সমস্যার ভেতর দিয়ে কাজ করতে হবে।
এমএএস/পিআর