গাজীপুরে ১০ মণ বিষাক্ত পিরানহা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৩ অক্টোবর ২০২০

গাজীপুরে একটি মাছের আড়তে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ও বিষাক্ত বিপুল পরিমাণ পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার মাছের আড়তে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বিষাক্ত ও বিক্রি নিষিদ্ধ প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করা হয়। এ ঘটনায় বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ মজুত রাখা ও বিক্রির অপরাধে মাছের আড়তদার সুকেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও খুচরা বিক্রেতা মিনফর আলীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর জব্দকৃত মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় উপজেলা মৎস কর্মকর্তার জিম্মায় বিনষ্ট করা হয়। অভিযানকালে গাজীপুর সদর উপজেলা মৎস কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এবং পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।